Ads Top

জেনে নিন নিমপাতার যত গুণ

নিমপাতার ব্যবহার যেন আমরা ভুলতে বসেছি। অথচ অসাধারণ সব গুণ রয়েছে এই পাতার। আমাদের বাবা-মা, দাদা-নানারা এই পাতার গুণের কথা জানলেও এই প্রজন্মের অনেকে নিমপাতা যেন চোখেও দেখেনি। কী গুণ আছে এই পাতার, জেনে নিন এখনই।

ক্যান্সার প্রতিরোধ করে নিমপাতা। জীবাণু ও সংক্রমণ প্রতিরোধে এই পাতা অপ্রতিদ্বন্দ্বী। যেকোনো ধরনের জমাট ময়লা পরিষ্কারে কার্যকর। ত্বকের যতেœ নিমপাতা তুলনাহীন। খুশকি সারাতে সহায়তা করে এই পাতা। মুখের যতেœও নিমপাতা অনন্য। এই পাতা খাবারে ব্যবহার করলে রক্ত পরিষ্কার হয়। রক্তের গ্লুকোজের মাত্রার ভারসাম্য ঠিক রাখে। খোসপাঁচড়া, ছত্রাক বা ছারপোকার কামড় সারাতেও নিমপাতা অনন্য।
সূত্র : ইন্টারনেট।


No comments:

Powered by Blogger.